
রাজশাহীর বাগমারায় চাষকৃত মাছে বিষ প্রয়োগে করে বিশ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নরদদাশ ইউনিয়নের পদ্মবিলে। ওই ঘটনায় বিলের সভাপতি ও কাষ্টনাংলা গ্রামের আবুল কাশেম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২০ সালে উপজেলার নরদাশ ইউনিয়নের পদ্মবিলটির চারীধারের কৃষকদের কাছ থেকে ৫০০ বিঘা বিলের জমি মাছ চাষের লক্ষে ১০ বছরের জন্য লীজ নিয়ে এলাকায় ১৩০ জন মৎস্য চাষী। তখন থেকেই তারা বিলটিতে সুষ্ঠু ভাবে মাছ চাষ করে আসছেন।
বেশ কিছু দিন পূর্ব থেকে একই ইউনিয়নের কাষ্টনাংলা গ্রামের মোজাম্মেল হক (৫৫), বজলুর রহমান বুলু (৫০), মতিউর রহমান (৩০), দুলাল হোসেন (৩৫) ও আব্দুস সাত্তারসহ ৭/৮ জন মিলে গত ৬ ডিসেম্বর রাতে বিলটিতে বিষ প্রয়োগ করে।
সকাল হতে বিলের মাছ গুলো মরতে শুরু করে। সকালে বিলের ধারের লোকজন বিলের মাছ মরা দেখতে পেয়ে মাছ চাষী আবুল কাশেমকে জানান। খবর পেয়ে আবুল কাশেম তার লোকজন নিয়ে বিলে গিয়ে বিষ প্রয়োগে মাছ মারার ঘটনাটি দেখতে পান। অন্যান্য মাছ চাষীদের সাথে আলোচনা করে গত ৭ ডিসেম্বর বিলের সভাপতি আবুল কাশেম উপরোক্তদের আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
বিলের সভাপতি আবুল কাশেমের অভিযোগ, বিল লীজের পর থেকেই উপরোক্ত আসামীরা মাছ চাষে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। তারাই বিলে বিষ প্রয়োগের মাধ্যমে বিলের মাছ গুলো নিধন করেছেন। তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উৎঘাটনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) শোহেব আহমেদ বলেন, নথি দেখে বিস্তারিত জানাতে পারবো।