
হবিগঞ্জের মাধবপুরে পেঁয়াজের বাজারে অভিযান দিয়েছেন গ্রাম্যমান আদালত ।
রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলা ভূমি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রাহাত বিন কুতুব এ অভিযান পরিচালনা করেন ।
জানা যায়, গতকাল ভারতীয় পিয়াজ রপ্তানি বন্ধের খবরে বাংলাদেশে হঠাৎ করেই পিয়াজের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা । যে পিঁয়াজ আগের দিন মাধবপুর বাজারে খুচরা বিক্রি হতো ৯৫ টাকা সে পিয়াজ কয়েক ঘন্টার ব্যবধানে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করেছেন বিক্রেতারা ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, সরকারের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করি । সরকার নির্দেশ দিয়েছেন পাইকারি বাজারে ১২০ টাকা খুচরা বাজারে ১২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হবে । এরই প্রেক্ষিতে আমি নিজে উপস্থিত থেকে ক্রেতাদের ১২০ টাকা দরে পেয়াজ কেনার ব্যবস্থা করে দিয়েছি । এরচেয়ে বেশি দামে বিক্রি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে । এবং এ ধরনের অভিযান চলমান থাকবে ।