নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহর মাইজদীর বহু পুরাতন এবং পরিচিত মডার্ণ হসপিটাল প্রাইভেট এখন নতুন আঙ্গিকে আধুনিক স্বাস্থ্য সেবা নিয়ে যাত্রা শুরু করেছে।
শুক্রবার(২০ জুন) দুপুরে শহরের নাপিতের পোল এলাকায় মডার্ণ হসপিটাল প্রাইভেটের সভা কক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভার মাধ্যমে হসপিটালটি পুনরায় সেবা প্রদান কার্যক্রম শুরু করে।
দোয়া-মিলাদ পরবর্তী আলোচনা সভায় মডার্ণ হসপিটাল প্রাইভেটের চেয়ারম্যান হাজী মো. নুর নবীর সভাপতিত্বে ও পরিচালক আমজাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাইনী বিশেষজ্ঞ ডা. ফজিলাতুন নেতা, গাইনী বিশেষজ্ঞ ডা. রুনা লায়লা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সোপান চন্দ্র দেবনাথ, সিনিয়র কনসালটেন্ট এনেসথিওলজি ডা.খন্দকার শাহীন, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ফজলে আকবর খান রাব্বী প্রমূখ।
মডার্ণ হসপিটাল প্রাইভেটের চেয়ারম্যান হাজী মো. নুর নবী বলেন, নোয়াখালীতে মডার্ণ হসপিটাল প্রাইভেট বহু পুরাতন ও সুপরিচিত। সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারিভাবে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করেছে মর্ডাণ হসপিটাল। সময়ে সঙ্গে তাল মিলিয়ে স্বল্প খরচে উন্নত প্রযুক্তিতে ও আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্য সেবার প্রত্যয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আজ থেকে পুনরায় যাত্রা করেছে মডার্ণ হসপিটাল প্রাইভেট।
তিনি বলেন, নোয়াখালীতে সাধ্যের মধ্যে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে মডার্ণ হসপিটালের সকল কার্যক্রম আধুনিকায়ন করা হয়েছে। উন্নত প্রযুক্তির পাশাপাশি এখানে নোয়াখালী এবং দেশের সুনামধন্য চিকিৎসকগন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। হসপিটালের পরিবেশ ও কাঠামোর যুগোপযোগী পরিবর্তন সাধন করে সর্ম্পূণ নতুন রুপে আধুনিক চিকিৎসা সেবার উপযোগী করে তোলা হয়েছে। সল্প খরচে উন্নত চিকিৎসা গ্রহণ করতে মডার্ণ হসপিটালে আমন্ত্রণ জানিয়েছেন এই কর্মকর্তা।
দোয়া, মিলাদ ও আলোচনা সভায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, পল্লী চিকিৎসক, রোগীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।