
পটুয়াখালীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতার সংবর্ধনা দেওয়া হয়েছে পটুয়াখালী জেলা রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সেলিনা আক্তার কে।তাকে ৯ ডিসেম্বর শনিবার পটুয়াখালী জেলা শিল্প কলাএকাডেমীতে সকাল ১০টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা শেষে অন্যদের সাথে এ সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ’র সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তরের ডে- কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মো. নূর কুতুবুল আলম,জেলা প্রশাসক, পটুয়াখালী।শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সেলিনা আক্তার কে উক্ত সভা শেষে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে এ সভার প্রধান অতিথি তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।এছাড়া ও জানা গেছে,দক্ষিণা খেলা ঘর আসর ও নবান্ন উৎসব থেকে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সেলিনা আক্ততার কে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।নবান্ন উৎসব থেকে সেলিনা আক্তার কে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন।শিক্ষা ও চাকুুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সেলিনা আক্তার শ্রেষ্ট জয়িতা হিসেবে সংবর্ধনা পাওয়ায় তিনি গর্বিত।তাকে যে সকল প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ট জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে তাদের প্রত্যক কে তিন আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।