
নড়াইলে পল্লী জননী মহিলা উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল। সমিতির সহ-সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে নির্বাহী পরিচালক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান লিটন, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সহ-সভাপতি মো: রকিব উদ্দিন নয়ন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, আলিকো কনজুমার ফুড প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন মৃধা বক্তৃতা করেন।
পল্লী জননী মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ইসমত আরা বলেন, এই সমিতির ৩ হাজারের বেশী সদস্য বাজার মূল্য থেকে কমদামে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা পেয়ে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা অনেকখানি সুবিধা পাবেন।