
পঞ্চগড়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৩ যথাযথ ভাবে পালিত হয়েছে। ১০ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ হিসেবে প্রতি বছর পালন করা হয়। তারই ধারা বাহিকতায় রবিবার (১০- ডিসেম্বর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, পঞ্চগড় এক আলোচনা সভা আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আব্দুল হান্নান শেখ চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড় ও সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইউসুফ জাহান, সহকারী কর কমিশনার সার্কেল- ২০ কর অঞ্চল রংপুর, পঞ্চগড়। মোঃ সফিউল ইসলাম রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল পঞ্চগড়। জেলার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ বিল্লাল হোসেন উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টম এক্সাই ও ভ্যাট বিভাগ, পঞ্চগড়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল হান্নান শেখ বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আমাদের সকলকে সময়মত ভ্যাট দিতে হবে। কোন ক্রমে ভ্যাট ফাকি দেওয়া যাবে না। ভ্যাট ফাকি দিলে আমাদের দেশের উন্নয়ন ব্যাহত হবে।
আমরা যদি আয় গোপন রেখে ভ্যাট দেই তবে ঐ ভ্যাট দেশের মানুষ পাবে না। আমরা সকলে বৈধ ভাবে ভ্যাট পরিশোধ করে রশিদ গ্রহণ করবো। এ সময় মোঃ বিল্লাল হোসেন উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টম এক্সাই ও ভ্যাট বিভাগ, পঞ্চগড় বলেন, আপনাদের দেওয়া ভ্যাট দিয়ে দেশের উন্নয়নের একটা বড় অংশ পূরণ হয়। যার সুফল ভোগ করে দেশের সকল মানুষ। সকলকে নির্ধারিত সময়ে জরিমানা ছাড়া ভ্যাট পরিশোধের অনুরোধ জানান তিনি।