ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক

পটুয়াখালী জেলা বিএনপি’র মানববন্ধন কর্মসূচি পালিত

পটুয়াখালী অদ্য ১০/১২/২০২৩ তারিখ রবিবার সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নিকট বর্তি সড়কে পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পটুয়াখালী জেলার সকল থানা এবং পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের শতশত নেতা কর্মী এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন।উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান দুলাল ও পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন। উক্ত নেতৃবৃন্দ সহ বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডঃ মোঃ রুহুল আমীন রেজা, পটুয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি যুবদলের ১নং সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব, পটুয়াখালী জেলা বারের বর্তমান সভাপতি অ্যাডঃ মোঃ ইউনুচ আলী মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জাকির হোসেন মঞ্জু ও আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ মোঃ মোহসীন উদ্দিন।

বক্তারা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে কোন পাতানো নির্বাচনে অংশ নিবে না,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি,কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ও জোটের শরীক দলের নেতাকর্মী এবং আলেম ওলামাদের মুক্তি সহ সকল হয়রানি মূলক রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবী করে বক্তারা বলেন শেখ হাসিনার অধীনে কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অতীতে হয় নাই এবং বর্তমানে ও ভবিষ্যতেও হবে না।সারা বাংলাদেশে পুলিশী নির্যাতন ও গণ গ্রেফতার বন্ধের আহ্বান জানান। বর্তমান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন তিনি শেখ হাসিনার নির্দেশিত পথে নির্বাচন পরিচালনা করে বাংলাদেশের গনতন্ত্রকে হত্যা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপি কখনো শেখ হাসিনার পাতানো খেলায় আর পা দিবে না, রাজনৈতিক ভাবেই মোকাবেলা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এর পক্ষে থেকে উপস্থিত নেতাকর্মীদেরকে সভাপতি সালাম জানিয়ে সকল উপস্থিতিও সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুনঃ