ঢাকা, বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
আমতলীতে দুই ডাকাত গ্রেপ্তার
ক্ষেতলাল থানায় হামলা ও চাঁদাবাজির পৃথক ২টি মামলা দায়ের
লাকসামে কর্মহীন-হতদরিদ্র দুইশ’ পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ
মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাতকে আ’লীগের চার নেতাকর্মী গ্রেফতার
পুলিশ সদস্যকে অপহরণ অস্ত্র সহ ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুলাই শহীদের মেয়েকে গণধর্ষণ
হত্যা মামলায় সরাইল উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা,গ্রেফতার ৬
পল্লবীতে সড়ক দখল করে বসা মেলায় পুলিশের উচ্ছেদ অভিযান,স্থানীয়দের স্বস্তি
মা মোবাইল ভেঙ্গে ফেলায় ফাঁস নিল কিশোরী
৩১ লাখ টাকার গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে জাল টাকাসহ যুবক আটক

শিশুদের মাঝেই আজীবন বেঁচে থাকবেন শেখ রাসেল: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, শেখ রাসেল ছিলেন প্রাণচঞ্চল, বন্ধুবৎসল ও নির্মল ব্যক্তিত্বের অধিকারী। প্রতিটি শিশুর মাঝেই শেখ রাসেল বেঁচে আছে এবং আজীবন বেঁচে থাকবেন।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, শেখ রাসেলের শিশুসুলভ অনন্য ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

বুধবার সকালে রাজধানী পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, বাঙালি জাতির জন্য একটা বিশেষ দিন। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। দিনটি একদিকে যেমন আনন্দের, তেমনি অত্যন্ত দুঃখেরও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা অপ্রত্যাশিতভাবে ইতিহাসের জঘন্যতম ও নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন। বাদ যায়নি ১০ বছরের নিষ্পাপ নির্মল শিশু শেখ রাসেলও। পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুরতম ঘটনা বিরল।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, শিশুদের অধিকার রক্ষায়, বিশেষ করে শিশু পাচাররোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে আর কোনো শিশু যেন পাচারের শিকার না হয়, বাবা-মা থেকে দূরে সরে না যায়, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়-এটাই হবে আজকের দিনের দৃপ্ত শপথ। ভবিষ্যতে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে বিজিবি’র প্রতিটি সদস্য সবসময়ই আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে-এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার সকালে বিজিবি মহাপরিচালক পিলখানায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সীমান্ত সম্মেলন কেন্দ্রে এক বিশেষ দোয়া মাহফিল, ‘একটি স্বপ্নের নাম-শেখ রাসেল’* শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর ছাড়াও সারাদেশে বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে বিশেষ দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিকসহ সকল বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ