
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম নির্মাণে ত্রুটি হওয়ায় ঘেঁষে চলেছে ট্রেন। শনিবার (৯ ডিসেম্বর) রাতে প্ল্যাটফর্ম ঘষতে ঘষতে ট্রেন চলতে থাকলে ত্রুটিটি ধরা পড়ে। এতে ঝাঁকুনি খেয়ে ট্রেন থেমে গেলেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
একাধিক সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পাঁচ নম্বর লাইনে ঢুকে। প্ল্যাটফর্মের কিছু অংশ যাওয়ার পরই ট্রেনটির ঘষা লাগতে থাকে। এতে ট্রেনটি ঝাঁকুনি খায় ও একপর্যায়ে থেমে যায়। ট্রেনটিকে পেছনের দিকে এনে অপর একটি লাইন দিয়ে চালানো হয়।
কেবিন স্টেশন মাস্টার মো.খায়রুল ইসলাম বলেন, কন্টেইনার ট্রেনটির সঙ্গে প্ল্যাটফর্মের উচ্চতার মিল না থাকায় ঘষা খায়। তবে এতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনটিকে পরে অন্য লাইন দিয়ে চালানো হয়।