
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সিন্দুরা গ্রামে কৃতি সন্তান সাবেক নিতাই পাল স্কুলের ধর্ম শিক্ষক নাছির আহাম্মদ (৬৫) ৭ই নভেম্বর ২০২৩ ভোর চারটায় বার্থক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে দুই ছেলে এক মেয়ে স্ত্রী শহ অসংখ্য গুণগাতী রেখে যান। ছেলেমেয়েরা বাবার আত্মার মাগফেরাত কামনার্থে বাবার নামে দোয়া চেয়ে গত ৮ই ডিসেম্বর২০২৩ শুক্রবার জুম্মার নামাজের পর সিন্দুরা মসজিদে দোয়া করা হায় মরহুমের নিজ বাড়িতে এক হাজার লোকজনে কুলখানি আইজন করলেন দোয়া শেষে এলাকাবাসী ও মুসল্লিগণ খাবারে অংশ নেন।