ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক

ফরিদপুরে যথাযোগ্যে মর্যাদায় রাসেল দিবস পালন

‘শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্জয়।এই প্রতিপাদ্যকে স্বরণ করে ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর),২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালন করা হচ্ছে।দিবসটি পালনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে’শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্জয়।

ফরিদপুর জেলা প্রশাসকের আয়োজনে ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আজ বুধবার সকাল পৌনে দশটায় ‌ জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে বিভিন্ন পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরতলী কবি জসীম উদ্দিন হলে এক আলোচনা সভাসহ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াসিন কবির,সেবা,অতিরিক্ত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সহ প্রমূখ।

উপস্থিত বক্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জীবনীর উপর আলোচনা করেন বলেন, বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের কে শেখ রাসেলের মতো দীপ্তিময় ও প্রাণোচ্ছল জীবণ গড়ার আহ্বান জানান।

তারা আজকের শিশু কিশোরদের কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতি মায়া, মমতা, ভালবাসা মনের মধ্যে সৃষ্টি করতে হবে। অনুষ্ঠান শেষে এ বিষয়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার করুনঃ