
চুয়াডাঙ্গা জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্প ০৯.১২.২০২৩ বেলা ০২:০০ ঘটিকায় বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম,
রায়পুর পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শনকালে ক্যাম্পে কর্মরত অফিসার-ফোর্সের খাবার, ব্যারাক, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন এবং ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং ক্যাম্প এলাকায় চুরি, ডাকাতি, দস্যুতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।