
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে বঙ্গবন্ধু পরিবার ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার শাহাদাত সম্রাট। শনিবার (৯- ডিসেম্বর) সন্ধ্যায় আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলহাজ্ব আনোয়ার শাহাদাত সম্রাট বলেন, ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় এবং জেলখানা সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া সত্বেও জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়।
একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করছে তা এই পরাজিত শক্তি কোনোভাবেই মেনে নিতে পারছে না।আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার হাতে আরও শক্তিশালী করতে হবে। এছাড়াও মতবিনিময় সভায় সরকারের নানামুখী উন্নয়নের কথা উপস্থাপন করেন তিনি। আলোচনা ও মতবিনিময় সবার শেষে আলহাজ্ব আনোয়ার শাহাদাত সম্রাট মোনাজাত পরিচালনা করেন। এ সময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগ, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।