এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ যশোরের মণিরামপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এবিএম মেহেদী মাসুদ। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে তিনি সদ্য বিদায়ী ওসি মনিরুজ্জামান’র কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে এবিএম মেহেদী মাসুদ যশোরের অভয়নগর থানার অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এদিকে সদ্য বিদায়ী ওসি মনিরুজ্জামানকে যশোরের শার্শা থানায় বদলী করা হয়েছে।মণিরামপুরবাসী নতুন ওসিকে পেয়ে আনন্দিত।তার দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান,মণিরামপুর থানাকে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সাথে কোন আপোষ নেই, মাদক নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।