
রাজশাহী ১ আসনে সাংসদ ফারুক চৌধুরীকে পুনরায় এমপি নির্বাচিত করতে গোদাগাড়ীতে অবিরাম ছুটে চলেছেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গোদাগাড়ী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রায় প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এলাকা বাসীর সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।
এর পাশাপাশি তিনি জনসাধারণের মাঝে বর্তমান সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর ক্লিন ইমেজের কথা তুলে ধরে উন্নয়নের অব্যাহত রাখার জন্য তিনি ভোটারদের প্রতি উদার্থ আহবান জানাচ্ছেন। একই সাথে তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বাসুদেবপুর ইউনিয়নের সুইচগেট মোড়ে, বটতলা মোড়ে, কামার পাড়ার মোড়ে, গোপালপুর আদিবাসী পাড়া, সমাসপুর মোড়ে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় তার সাথে ছিলেন গোদাগাড়ী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, গোদাগাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ বাবু, গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানাউল্লাহ সানা প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।