
রাজশাহীর তানোরে বেগম রোকেয়া জাতীয় দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অডিটরিয়ামে আলোচনা সভা ও জয়ীতাদের সম্বর্ধনা দেয়া হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওহাব শেখ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন জয়ীতাকে ক্রেস্ট সনদপত্র ও একটি করে শাড়ি সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।