ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বৃত্তবানদের আর্থিক সহযোগীতায় বাচঁতে চায় লিভার ক্যান্সারে আক্রান্ত ‘ মামুন’

বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচাড়া গ্রামের ইব্রাহিম পেয়াদার ছেলে জহিরুল ইসলাম মামুন (৪২) লিবার ক্যান্সার জনিত মারাত্মক সমস্যায় ভুগছেন। ঢাকা একসময় গার্মেসে কাজ করে ঢাকা ভাড়া করা বাসায় স্ত্রী সন্তান নিয়ে কোনমতে জীবন জীবিকা নির্বাহ করেন। মামুন ইসলাম তার দুই সন্তান ও স্ত্রী নিয়ে সকলের মাঝে বেচে থাকতে চান। তিনি সকলের সাহায্য সহযোগীতার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে চান। তাই সকলের সু-দুষ্টি একান্ত কাম্য।

মামুনের লিভার ক্যান্সারে লিভারের কিছু অংশ নষ্ট হয়ে যায়। বর্তমানে তার লিভারসহ কিডনির সমস্যা হয়েছে এবং ক্রনিকপেনক্রিয়াসে পাথর হয়েছে অপারেশন অত্যন্ত ব্যয়বহুল। একমাত্র উপার্জনক্ষম অসুস্থ হয়ে পড়ায় পুরো পরিবারই অসহায় হয়ে পড়েছে। সামান্য সম্পদ ও সম্পত্তি চিকিৎসার জন্য উজাড় করে দিয়েও কোনো কিনারা পাচ্ছে না পরিবার। প্রতিদিন চিকিৎসা বাবদ প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। প্রতিদিন নিয়মিত ওষুধ জোগাড় এবং সার্জারির প্রস্তুতির জন্য হাসপাতাল থেকে তাগাদা দেওয়া হলেও কোনোভাবেই অর্থের সংস্থান হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারিতে বিলম্ব ঘটলে রোগীর শরীর ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে পড়বে। ফলে সার্জারি করাও কঠিন হয়ে যেতে পারে। চলমান বৈশ্বিক সংকটে একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে জীবনযুদ্ধের তাগাদা। দুটোর সমন্বয় অনেক সময় করা সম্ভব হয় না। মানুষ তবু বাঁচতে চায় এবং সামান্য একটু আশার আলোকে স্বাগত জানানোর প্রচেষ্টা থাকে। সেজন্যই মানবিক আবেদন সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ।

নিজের কঠিন সময়ে মামুন সবার কাছে মানবিক আবেদন হিসেবে সাহায্যের প্রার্থনা জানিয়েছেন। তিনি আবার সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে তার পরিবারের স্বাভাবিক চিত্র ফিরিয়ে আনতে চান। সমাজে প্রত্যেক ব্যক্তি তার নিজ অবস্থান থেকে হয়তো এগিয়ে পুরো দায়িত্ব নিতে পারবেন না। তার পক্ষে একা সবকিছু করা সম্ভব হয় না। এজন্যই গোষ্ঠীবদ্ধ জীবনের সূত্রপাত। এ গোষ্ঠীবদ্ধ জীবনে সবার সম্মিলিত প্রচেষ্টাই সব প্রতিকূলতা জয় করতে পারে। তথ্যপ্রযুক্তির এই যুগে দেশের নানা প্রান্ত থেকে সামান্য কিছু সাহায্য এলেও তা একসময় পর্যাপ্ত পরিমাণে রূপ নিতে পারে। কিন্তু সমাজে একে অন্যের বিপদে এগিয়ে আসার মানবিক চর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা সবারই করা উচিত। মামুনের জীবনের তাগিদ শুধু তার একার নয়, একটি পরিবার তার জীবনের সুতার সঙ্গে জড়িয়ে। এভাবে অনেক মামুনের আমাদের দেশের বিভিন্ন প্রান্তে সাহায্যের প্রার্থনা করছেন। একজনের জীবন বাঁচিয়ে আরও অসংখ্য ব্যক্তির জীবন বাঁচানোর উৎসাহ ছড়িয়ে দেওয়ার কাজ বেগবান হোক। মামুনের এই মানবিক আবেদনে সমাজের বিত্তবান ও মানবিক সবার প্রতি প্রার্থণা আপনাদের সামান্য সহযোগিতায় একটি পরিবার ও একজন মানুষ তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে।

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৭৫৪২৭৫২৪৭, রুপালী ব্যাংক সঞ্চয়ী হিসাব ৫৪৩৯০১০০০১৭৭৬ আমতলী শাখা, আমতলী বরগুনা।

শেয়ার করুনঃ