
আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ২০২৩ উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম এর আয়োজনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ০৯.৪০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং রঙ্গিন বেলুন উড্ডয়ন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের সভাপতি আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম জেলা আনসারের সহকারী কমান্ডেন্ট মো. ইবনুল হক।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখাসহ সচেতন নাগরিক কমিটি (সনাক) কুড়িগ্রাম এর সদস্য উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে