
দিনাজপুরের ফুলবাড়ীতে হঠাৎ পিয়াজের মুল্য বৃদ্ধির খবর পেয়ে তৎক্ষণাত বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।(শনিবার) ৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।পেঁয়াজের মুল্য বৃদ্ধির খবর শুনে উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য ব্যবসায়ীদের কঠোর ভাবে সতর্ক করে দেয়া হয়।এ সময় ক্রয়-বিক্রয়ে রশিদ দেয়া-নেয়ার নির্দেশ দেন তিনি।
গত ৮ ডিসেম্বর(শুক্রবার)ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে সকাল থেকে হঠাৎ করে অতিরিক্ত মুল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন ফুলবাড়ীর অসাধু ব্যবসায়ীরা।একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তারা অভিযোগ করেন, আমদানিকারকরা আমাদেরকে পর্যাপ্ত পেঁয়াজ না দেয়ায় বাজারে পেঁয়াজের সংকট। আমরা যতটুকু পেয়েছি তাও বেশি দাম দিয়ে কিনতে হয়েছে।
গত শুক্রবার পেঁয়াজের মুল্য ৯০ থেকে ১০০ টাকা থাকলেও শনিবার তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।প্রকারভেদে ২০০ থেকে ২৫০ টাকাও বিক্রি হচ্ছে এই পেঁয়াজ।কেউ- কেউ অভিযোগ করে বলছেন,গ্রাম- গঞ্জের মোড় গুলোতে ৩০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজ।
সকালে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর মোঃ আল কামাহ তমাল এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে সঙ্গে-সঙ্গে বাজার মনিটরিং এর জন্য সহকারী কমিশনার (ভূমি)কে বাজার মনিটরিং এর জন্য পাঠানো হয়েছে।উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।