শুক্রবার ( ০৮ ডিসেম্বর ) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা/২৩ (প্রথম ধাপ) এর পরীক্ষায় মোট ৪টি কেন্দ্র হতে ৯ জন নারী পরীক্ষার্থী কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
শনিবার (৯ ডিসেম্বর ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম সদর থানা এলাকার ২৫ টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে (মজিদা আদর্শ ডিগ্রী কলেজ ৪ ,কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ২, পুলিশ লাইন স্কুল ২, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১) কে লিখিত পরীক্ষা চলাকালে অসাদুপায় অবলম্বনের মাধ্যমে বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ব্যবহারের সময় সংশ্লিষ্ট কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়ে। পরীক্ষার্থীদের মধ্যে ৮ জন পরীক্ষার্থী বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে প্রশ্নের সমাধান কথোপকথন এর মাধ্যমে সংগ্রহ এবং মোবাইল ব্যবহার করে মেসেজের মাধ্যমে প্রশ্নের সমাধান সংগ্রহ করে এবং অপরজন অন্যের পরীক্ষা দেয়ার জন্য ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিলেন। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আটকৃতদেরকে সনাক্ত করেন এবং দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে গ্রেফতারকৃত সকলের পরীক্ষা বিধি মোতাবেক বাতিল করেন। কুড়িগ্রাম থানা পুলিশ তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে বিধি মোতাবেক ডিভাইস গুলো জব্দ করেন। ঘটনাস্থল চারটি হওয়ায় সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রত্যেকের একটি করে মোট চারটি এজাহার প্রেক্ষিতে কুড়িগ্রাম থানায় The Public Examinations ( Offences) Act,1980 আইনে মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে