
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার রাতে পৌর এলাকার বাজার পাড়া থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাইদুরকে গ্রেফতার করে পুলিশ।
,জীবননগর থানার সেকেন্ড অফিসার এসআই এস এম রায়হানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত্রী সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিতিত্তে পৌর এলাকার বাজার পাড়ায় রাহাত উল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাইদুরকে আটক করে তার দেয়া তথ্য মতে গোয়াল ঘর থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।এলাকাবাসীরা জানান, মাঝে মাঝে তার কাছে ফেনসিডিল নিতে আসা লোকজন দেখা যায়।
এব্যপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম জাবীদ হাসান বলেন, ফেনসিলসহ ধৃত সাইদুর রহমানের বিরুদ্ধে জীবননগরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারপরও সে মাদক ব্যবসা থেকে সরে যায়নি তাই আমাদের নিয়োগ করা সোর্সের তথ্য ভিত্তিতে তাকে ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
সাইদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে জীবননগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।