মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
গলাচিপা – হরিদেবপুর খেয়াঘাটে অতিরিক্ত টোল ও খেয়া ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণের আবেদন করেছেন জেলা প্রশাসক বরাবর একব্যক্তি। এ বিষয় নিয়ে জেলা প্রশাসক বরাবর তাঁর করা আবেদন টি হুবাহুব নিম্নে তুলে ধরা হলো,
বরাবর,
জেলা প্রশাসক
পটুয়াখালী।
বিষয়: গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে অতিরিক্ত টোল ও খেয়া ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন।
মাননীয় মহোদয়,
বিনীত নিবেদন এই যে, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাট হতে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হয়ে থাকেন। সরকার নির্ধারিত টোল ও খেয়া ভাড়া জন প্রতি সর্বোচ্চ ৬ (ছয়) টাকা হলেও বাস্তবে ইজারাদার প্রতিজন যাত্রীর নিকট থেকে ১০ (দশ) টাকা আদায় করে থাকেন।
ফলে প্রতিজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ৪ (চার) টাকা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। অতীতে অভিযোগ ছিল যে, এ বাড়তি অর্থ রাজনৈতিক ব্যক্তিদের পকেটে যেত। কিন্তু বর্তমানে দেশে কোনো রাজনৈতিক দল সরাসরি ক্ষমতায় নেই। এমতাবস্থায় প্রশ্ন দেখা দেয়—এই অতিরিক্ত টাকা এখন কারা নিচ্ছে?
এভাবে প্রতিদিন হাজার হাজার টাকার অবৈধ লেনদেন হচ্ছে জনগণের কষ্টার্জিত অর্থের মাধ্যমে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং প্রশাসনিক দুর্বলতাকেই ইঙ্গিত করে।
অতএব, গলাচিপা উপজেলার সাধারণ জনগণের পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ, উক্ত খেয়াঘাটে সরকারি নির্ধারিত টোল ও ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জনগণকে স্বস্তি প্রদান করবেন।
ইতি,
বিনীত,
গলাচিপা উপজেলাবাসীর পক্ষ থেকে
মো: ইমরান