
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করতে গিয়ে দলের নেতা-কর্মীদের হামলায় পুলিশের তিন আহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মানিক কুমার সিকদার গুরুতর আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে,আহত মানিক ডিবি গুলশান বিভাগে কর্মরত।
এদিকে আহতকে দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার রাতে তিনি আহতকে দেখতে যান। এসময় তার সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গুলশানের বাসা থেকে দুলুকে আটক করতে যায় ডিবি পুলিশ।
এসময় নেতাকর্মীরা দুলুকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়; যাতে পুলিশের এসআই মানিক কুমার সিকদার, এএসআই মো. আল মামুন পারভেজ ও
কনস্টেবল মোতাহার হোসেন আহত হন। পরে ডিবি পুলিশ দুলুকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
এদিকে একইদিন রাতে জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করে কাফরুল থানা পুলিশ।
ডিআই/এসকে