পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ও বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের সচিব গুরুতর আহত হয়ে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, তাঁরা ৮ ডিসেম্বর শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১২ টার সময় কুয়াকাটা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়।তাদের প্রাথমিক পর্যায়ে আমতলী ও পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয় বলে জানা যায়। পরে তাদের কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান ও বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের সচিব মানিকুর রহমান ( বাচ্চু তালুকদার)। তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তাদের পরিবার বর্গ,আত্নীয়-স্বজন ও সহকর্মী পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দরা। প্রসঙ্গত: উপরোক্ত ছবি সংগৃহীত।