
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে
আব্দুল হেলিম (৬৫) নামে এক কৃষক খুন হয়েছে।শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে বুলবুল মিয়া (৩৫) নামে এক প্রতিবেশী যুবকের হাতে খুন হন ওই কৃষক। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ঝাউগড়া গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কৃষক আব্দুল হেলিম। প্রতিদিনের মতোই স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে কৃষি জমি দেখতে বের হন তিনি। শুক্রবার সকালেও ফজরের নামাজ পড়ে পাশে নদীর পাড়ে থাকা নিজের বোরো ধানের বীজতলা দেখত যান। সেখানে পৌছা মাত্রই একই গ্রামের মৃত সুলতান উদ্দিনের পুত্র বুলবুল মিয়া একটি কাঠের রোল নিয়ে অতর্কিতে হেলিমের পিছন পিছন তেড়ে যায়। বুলবুল মিয়া রোল উচিয়ে মারতে চাইলে দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই কৃষক। কিন্তু এক পর্যায়ে তিনি হোঁছট খেয়ে পড়ে গেলে বুলবুল তার হাতে থাকা রোল দিয়ে হেলিমের মাথায় উপর্যপুরি বেশ কয়েকটি আঘাত করে।
এতে হেলিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন
ছুটে এসে দেখেন হেলিম মারা গেছেন। তাৎক্ষনিক স্থানীয় জনতা বুলবুল মিয়াকে আটক করে এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। নান্দাইল মডেল থানার ওসি(তদন্ত)ওবায়দুর রহমান জানান, হত্যায় অভিযুক্ত যুবক ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরি করত। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বাড়িতে এনে আটকে রাখে। ঘটনার সময় সকলের অজান্তে সে ঘর থেকে বের হয়ে হেলিমের উপর আক্রমণ চালায়। ধারনা করা হচ্ছে অভিযুক্ত বুলবুলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে।