ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আলীকদমে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী
আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীর বডিগার্ড চাকুরীচ্যুত বিডিআর সদস্য বাবু গ্রেপ্তার
চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত
বিজিবি’র অভিযান:এপ্রিল- মাসে ১০১ কোটি ৩৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
মোহাম্মদপুরে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শেওড়াপাড়ায় দুই বোনের মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা হত্যাকাণ্ড
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম,সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি:আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে প্রসঙ্গে এজাজ
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় মোবাইল ছিনতাইকারী গ্রেফতার,ফোন উদ্ধার
মিরপুরে গুপ্তচরবৃত্তি: সাত্তার মোল্লার সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্রের মহামারী,গ্রেফতার না হলে বিপর্যয়ের শঙ্কা
কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক’ বলদেব অধিকারী’র বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৪
ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটোরিক্সা চোর চক্রের পাঁচ সদস্য আটক

বিমা‌নের সি‌টের নি‌চে ও বাথরু‌মে লুকা‌নো ছিল সা‌ড়ে ২৬ কো‌টি টাকার স্বর্ণ

দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সি‌টের নিচ থে‌কে ও বাথরু‌মের ক‌মো‌ডের ভেতর থেকে সা‌ড়ে ২৬ কো‌টি টাকার স্বর্ণ জব্দ করেছে সিলেট বিমানবন্দ‌রের দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাষ্টমস কর্মকর্তারা। ‌সেই স‌ঙ্গে এই ঘটনায় জ‌ড়িত চার জন‌কে আটক ক‌রে‌ছে সরকা‌রি এই সংস্থা‌টি।

শুক্রবার (৮‌ডি‌সেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে অব‌স্থিত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তরে আ‌য়ো‌জিত এক সংবাদ স‌ন্মেল‌নে এ তথ‌্য জানা‌ন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ।

গ্রেফতাকৃতরা হ‌লেন, মোহাম্মদ হাবিবুর রহমান (৩৮), মো. সানু মিয়া (৩৬), মো. আক্তারুজ্জামান (৪০) এবং মিশফা মিয়া (৪৭)।

মো. আব্দুর রউফ ব‌লেন, দুবাই থেকে সিলেটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটে আনুমানিক সকাল ৮টা ৫৩ মি‌নি‌টে জনৈক যাত্রী হযরত ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারেন গোপন সংবাদ আসে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কা‌ছে।

গোপন সংবাদের ভি‌ত্তি‌তে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল সিলেট এয়ারপোর্টের চৌকষ কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক অবস্থান ‌নেন। প‌রে এই স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত চারজন ব্যক্তির সীটের নীচে তল্লাশি করে ১০ টি স্বর্ণবারের বান্ডেল এবং বিমানের টয়লেট থেকে ৪ টি স্বর্ণবারের বান্ডেল এবং ০৬ টি স্বর্ণের ডিম (লিকুইড গোল্ড ১.৫ কেজি) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ৩২.৬৫ কেজি (স্বর্ণবার ২৮০ টি) এবং ০৬ টি স্বর্ণের ডিম (লিকুইড গোল্ড ১.৫ কেজি) উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩৪ দশ‌মিক ১৫ কেজি ব‌লেও জানান তি‌নি।

তি‌নি ব‌লেন, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২৬ কোটি ৫০ লক্ষ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, সিলেট এয়ারপোর্ট এর কর্মকর্তা ও কর্মচারীগদের তৎপরতায় ও তল্লাশীর কারণে এই স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে।

আটককৃত‌দের সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারী মামলা দায়ের করার কার্যক্রম চলমান র‌য়ে‌ছে ব‌লে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ