প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ণ
মিরসরাই-জোরারগঞ্জ থানার ওসি বদলী

সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলামকে মিরসরাই থানায়, মিরসরাই থানার ওসি কবির হোসেনকে সন্দ্বীপ থানায় বদলী করা হয়েছে। অপরদিকে জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায়, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায় বদলী করা হয়েছে।
জানা যায়, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন দায়িত্বে আছেন ৩ বছর ৩ মাস ১৭ দিন, মিরসরাই থানার ওসি কবির হোসেন দায়িত্বে আছেন ১ বছর ৯ মাস, সন্দ্বীপ থানার ওসির দায়িত্বে আছেন মোহাম্মদ সহিদুল ইসলাম ১ বছর ৩ মাস ১৮ দিন এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন দায়িত্ব পালন করছেন ১ বছর ধরে।
উল্লেখ্য, গত (৩০ নভেম্বর) বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন এমন ওসিদের বদলির নির্দেশনা পাঠানো হয় পুলিশ সদর দপ্তরে। বর্তমানে যে নির্বাচনী এলাকায় রয়েছেন, সেখান থেকে সরিয়ে একই জেলায় অন্য আসনের থানায় ওসিদের বদলি করার নির্দেশনা দেওয়া হয় সেখানে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.