নোয়াখালী প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসা শেষে দেশে ফেরার পর আগামী ২৫ জুন নিজ জেলা নোয়াখালীতে আগমন করবেন। দীর্ঘদিন পর মো. শাহজাহান নোয়াখালীতে আগমন করার সংবাদে তাঁকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা সদরের নোয়াখালী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার ডাক্তার বাজারে ০৬নং নোয়াখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই আনন্দ মিছিল বের করা হয়।
এসময় নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর নবী বাবুল, সাবেক সদস্য সচিব আক্তার হোসেন, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ, বিএনপি নেতা শাহিদ ইস্কান্দার বুলু, ইউনিয়ন যুবদল নেতা আশরাফুল ইসলাম রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন’সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- মো. শাহজাহান গত ২১ জানুয়ারি হার্টের ব্লাব, ফুসফুসের সংক্রমণ, পোষ্টেট, কিডনী, গেষ্টলজী রোগে আক্রান্ত হয়ে ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হন। সেখানে ডা. বিথুন পিটিগুগোল এর নেতৃত্বে মোট ৮জন ডাক্তারের সম্বনেয়ে গঠিত টিমের অধীনে নিবিড় পরিচর্যায় হার্টের ব্লাব পরিবর্তনসহ যাবতীয় চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। বর্তমানে মো. শাহজাহান সুস্থ্য ও স্বাভাবিক রয়েছেন।