নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দারুসসালামে ইয়াবা এবং মাদক ব্রিক্রির অর্থসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর দারুসসালাম বাগবাড়ী উত্তর ঋষিপাড়া এলাকায় একটি ভবনে যৌথ অভিযান চালায় দারুসসালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল।
শুক্রবার (২০ জুন) সকালে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময়ে মো. হৃদয় (৩২) নামে একজন কে গ্রেফতার করা হয়। তাদের বাসা থেকে ১১৩৬ পিস ইয়াবা ও ১১৪ পিস কন্ট্রোলার, মাদক বিক্রির নগদ ৪৫,৪৯০.০০ (পঁয়তাল্লিশ হাজার চারশত নব্বই) টাকা এবং ০৪টি অবৈধ মোবাইল উদ্ধার করে সেনাবাহিনী।
পরবর্তীতে গ্রেফতারকৃতকে দারুসসালাম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে দূরে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিআই/এসকে