
রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং রাজশাহী-৪ বাগমারা আসনের এম.পি এনামুল হক। বৃহস্পতিবার বেলা দুইটার সময় শিকদারীস্থ নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম হর অন্যরা।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন মন্ডল, সাবেক সহ-সভাপতি নুর
কুতুবুল আলম, এসএস সামসুজ্জোহা মামুন, হাটগাঙ্গোপাড়া
প্রেসক্লাবের সাংবাদিক রমজান আলী, আপেল মাহামুদ রাঙ্গা, আবু রায়হান প্রমুখ। এ সময় বাগামারা প্রেসক্লাব, তাহেরপুর প্রেসক্লাব এবং হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুষ্ঠু,অবাধ নির্বাচন,আইনশৃক্সখলা পরিস্থিতি, ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে,সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন এম.পি এনামুল হক।