
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয় ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দুমকী উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে হাওলাদার মোশারফ হোসেনকে সভাপতি ও মোঃ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সহ-সভাপতি মো: মিলন গাজী, খলিলুর রহমান শরীফ, মোঃ বশির উদ্দিন, জাকির হোসেন, শাহিন ফারাজি, মোঃ কাইয়ুম, মোঃ সেলিম হাওলাদার। যুগ্ম- সম্পাদক গাজী মো: মনিরুজ্জামান মনির, গাজী মিজানুর রহমান, আবুল কালাম খান, শাহজাদা মৃধ্যা। সাংগঠনিক সম্পাদক মো: আলম মৃধা, আবুল কালাম মৃধ্যা, মোঃ আল আমিন আকন। দপ্তর সম্পাদক হুমায়ুন কবির। কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন মৃধ্যা, ইউসুফ জোমাদ্দার, মো: শাহাদাত মৃধ্যা, মনির হোসেন মৃধ্যা প্রমুখ।