
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকবর
আলীর বাবা প্রবীণ দলিল লেখক কফিল উদ্দিন গতকাল বুধবার রাত আটটায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন জন রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে নন্দনপুর গ্রামের পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, উপদেষ্টা মামুনুর রশিদ মামুন, বদরুল হাসান লিটন, সাংবাদিক ইউসুফ
আলী সরকার, আলতাফ হোসেন মণ্ডল, মাহফুজুর রহমান প্রিন্স, এসএম শামসুজ্জোহা মামুন, মমিনুল হক সবুজ, নাজিম হাসান, হেলাল উদ্দিন, নুর কুতুবুল আলম, জিল্লুর রহমান দুখু, আবু বাক্কার সুজন, আব্দুল মতিন, ফারুক
হোসেন, রতন কুমার শোক প্রকাশ করেন। অপর এক বার্তায় শোক প্রকাশ করেছেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক, সাধারণ সম্পাদক অহিদুল
ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে এক শোক বার্তায় বাগমারা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শামীম মীর, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, দলিল লেখক রইচ উদ্দিন, শাহিন ইসলাম প্রমুখ। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।