নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার হওয়া এক নারীর দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আক্কাছ আলী (৪৪) ও আমানুল্লাহ ভূইয়া (৪৫)।
বৃহস্পতিবার রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৪ জুন সন্ধ্যায় ভিকটিম তার প্রতিবেশী আক্কাছ আলীর কাছে এক হাজার টাকা ধার নিতে যায়। আক্কাছ আলী টাকা দেওয়ার কথা বলে তাকে আমান উল্লাহ ভূইয়ার বাড়ীতে নিয়ে যায়। সেখানে গিয়ে কিছু টাকা কম আছে বিধায় তা সংগ্রহ করার কথা বলে রুমে বসে অপেক্ষা করতে বলে। ভিকটিম রুমে প্রবেশ করলে কৌশলে দরজা বন্ধ করে পালাক্রমে আক্কাছ ও আমানুল্লাহ জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম জোড়পূর্বক দরজা খুলে তার নিজ বাড়িতে চলে যায় এবং অসুস্থ হয়ে পরে।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। এ মামলায় আজ ভোরে খিলক্ষেত থানাধীন বরুয়া পারুলিয়া এলাকা হতে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে