
পঞ্চগড়ে কৃষক লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭অক্টোবর) সন্ধায় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজির হাট ইউনিয়ন পরিষদ মাঠে সভাটি অনুষ্ঠিত হয়েছে।অমর খানা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ তারিন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন উন্নয়নের তুলে ধরে পুনরায় নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগেকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় তিনি বিএনপি- জামাত জোট সরকারের সমালোচনা করে বলেন, তাদের
আমলে সার চাইতে গিয়ে কৃষকদের জীবন দিতে হয়েছে।এখন কৃষি কার্ডের মাধ্যমে সরকার সার দিচ্ছে বিনামূল্যে সার বীজ বিতরণ করছে। বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ ছিলোনা এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। এসময় সরকারের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে বিএনপির নৈরাজ্য, মিথ্যা অপপ্রচারকে প্রতিহত করার আহবান জানান তিনি।
এছাড়াও ১নং অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান
নুরুজ্জামান নুরু, আব্দুল কুদ্দুস প্রামাণিক সভাপতি পঞ্চগড় সদর উপজেলা কৃষকলীগ,মফিজার রহমান সাধারণ সম্পাদক সদর উপজেলা কৃষক লীগ, একরামুল প্রামানিক সহসভাপতি সদর উপজেলা কৃষক লীগ, মোঃ মাহবুব আলম সহসভাপতি সদর উপজেলা কৃষক লীগ,
পৌর কৃষক লীগের সভাপতি আকতারুন নাহার সাকি, আব্দুর রহিম সভাপতি ১নং অমরখানা ইউনিয়ন আওয়ামী লীগ, আবু সাইদ সাধারণ সম্পাদক ১নং অমরখানা ইউনিয়ন আওয়ামী লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন