ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরপুরে গুপ্তচরবৃত্তি: সাত্তার মোল্লার সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্রের মহামারী,গ্রেফতার না হলে বিপর্যয়ের শঙ্কা
কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক’ বলদেব অধিকারী’র বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৪
ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটোরিক্সা চোর চক্রের পাঁচ সদস্য আটক
নাইক্ষ্যংছড়ি-রামুতে পৃথক অভিযানে আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার
নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টিন
কলেজ ছাত্র হৃদয় হত্যার বিচার’র দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৬৭৩
বকশীগঞ্জে আ’লীগ নেতা সহ আটক-৫
কালীগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতা গ্রেফতার
কুয়াকাটায় জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত- ১০
বর্তমান সরকার শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি:অধ্যক্ষ হারুন অর রশীদ
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

মিরপুরে প্রতিবেশীর হাতে অপহৃত দুই শিশু উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে দুই শিশু অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। অপহরণ হওয়া শিশুদের একজন ৪ বছর ৬ মাস বয়সী মো. সাদমান ও ৯ বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাত।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইব্রাহিম রনি (৩২), আফজাল মাতুব্বর (২৪)। গতকাল মামলার পাঁচ ঘন্টার পর রাজধানীর উত্তরার আব্দুল্লপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দুজনেই শিশু সাদমান প্রতিবেশী বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর মিরপুর মডেল থানার পূর্ব মনিপুর কাঠালতলা এলাকার একটি বাসা থেকে ৪ বছর ৬ মাস বয়সী শিশু অপহরণ হয়। এই ঘটনায় মিরপুর মডেল থানায় শিশুটির প্রতিবেশী রনিসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পরিবার। পরবর্তীতে শিশুটিকে উদ্ধারের জন্য মিরপুর বিভাগের একটি গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ঘন্টার মধ্যে শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় দুইজন অপরহণকারীকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী শিশুটির পবিরার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গ্রেফতার রনি তাদের প্রতিবেশী। পাঁচ বছর আগে এই বাসায় ভাড়া ছিলো। পরবর্তীতে কিছু দিন আগে আবারও ভাড়ায় এই বাড়িতে ওঠেন রনি। পরবর্তীতে গতকাল বুধবার দুপুরে দিকে শিশুটিকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশের কাছে গেলে ছেলেকে আর পাবেন না বলে হুমকি দেওয়া হয় উল্লেখ করে শিশুটির বাবা বলেন, অপহরণকারী আমাকে কল দিয়ে বলেন ছেলেকে ফিরে পেতে হলে এক লাখ টাকা দিতে হবে। এতো টাকা দেওয়া সম্ভব না জানালে অপহরণকারী বলে আমরা জানি আপনি টাকা দিতে পারবেন। আর পুলিশ বা ৯৯৯ কে কল দিয়ে জানালে ছেলেকে জীবিত ফিরে পাবেন না।

পরবর্তীতে এই তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার ও শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

অপর শিশু ও মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিন আরাফাত (৯) গত ১৮ নভেম্বর দুপুরে মাঠে খেলতে নিয়ে যাওয়ার কথা বলে পল্লবী থানার সেকশন-৭ নম্বর এলাকা থেকে অপহরণ করা হয়। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পরে ছায়া তদন্তে নেমে অপহরণকারীকে গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

বাসা ভাড়া ও সাবলেট দেওয়ার আগে পরিচয় নিশ্চিতের পরামর্শ দিয়ে গোয়েন্দা প্রধান বলেন, নগরবাসীকে আমরা বলতে চাই বাসা ভাড়া ও ফ্ল্যাটে সাবলেট ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার পুরো ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বারসহ ভাড়াটিয়া নিবন্ধন ফরম পূরণ পূর্বক বাসা ভাড়া দেওয়ার জন্য অনুরোধ করেছেন ডিবির এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ