1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রিপল মার্ডার মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার: এক দিনের রিমান্ড মঞ্জুর ‎জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ মাভাবিপ্রবি দল, ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ আলোচিত সেই প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ প্রকাশের পর কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ জীবননগরের পেয়ারাতলায় সড়কে বেহাল দশা:চরম ভোগান্তিতে পথচারীরা অশ্রুসিক্ত নয়নে চির বিদায় শিশু ময়নাকে; জেলা বিএনপির অংশগ্রহণ উলিপুরে কদোয়ার চাষ কম খরচে দ্বিগুণ লাভে খুশি কৃষকেরা কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা সাংবাদিককের উপর হামলা-হুমকির নিন্দা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি বাসুপাড়া ইউনিয়ন তাঁতী দলের কর্মী সভা অনুষ্ঠিত

মাদক কারবারিদের ছোঁড়া গুলিতে আহত ডিবির সদস্যদের শয্যাপাশে আইজিপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোঁড়া গুলিতে আহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) হাসপাতালে গিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার রাতে পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গুলিবিদ্ধ হয়েও সাড়ে ৯ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে দলটি।

বৃহস্পতিবায় সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
এ সময় সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বুধবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহমানকে আটক করে।

ধৃত আবদুর রহমানকে জিজ্ঞাসাবাদে সে জানায় অজ্ঞাতনামা একজন, আব্দুল আজিজ ও হৃদয় সরকার আশিক একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য ওই এলাকায় আসবে।

গ্রেফতারকৃত আবদুর রহমানসহ ওই এলাকায় ডিবি টিমের সদস্যরা অবস্থান করাকালে রাত ১২টার পর একটি সিলভার রঙের প্রাইভেট কার ঘটনাস্থলে আসলে গাড়ির মধ্যে থাকা আব্দুল আজিজ একটি কালো রঙের ব্যাগ (ব্যাক প্যাক) বের করে একজনের নিকট হস্তান্তর করে। সে ব্যাগটি গ্রহণ করে প্রাইভেট কারের পেছনের ডালায় রেখে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানোর প্রাক্কালে ডিবির টিমের সদস্যরা গাড়িটি ঘেরাও করে। গাড়িটি তল্লাশি কালে অজ্ঞাতনামা সেই ব্যক্তিকে আটক করার মুহূর্তে সে পালানোর পথ সুগম করার জন্য হত্যার উদ্দেশে তার নিকট থাকা অবৈধ পিস্তল বের করে এএসআই (নিরস্ত্র) মো. আতিক হাসান ও কনস্টবল মো. সুজন আলীকে লক্ষ্য করে গুলি করলে তারা গুলিবিদ্ধ হন।

সে গুলি করতে করতে অজ্ঞাতনামা দুইজনসহ পল্টনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার ছোড়া গুলি এএসআই (নিরস্ত্র) মো. আতিক হাসান এর পেটের ডানদিকে ও কনস্টবল মো. সুজন বাম পায়ের হাঁটুর নিচে লেগে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তা সত্ত্বেও আভিযানিক টিম অনন্য সাহসিকতার সাথে ঘটনাস্থল থেকে আবদুল আজিজ ও হৃদয় সরকার আশিককে গ্রেফতার করতে সমর্থ হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট, পিস্তলের গুলির তিনটি খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় দুইটি মামলা রুজু করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com