
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউপির তালুকদার বাজারে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব র্কতৃক আয়োজিত ডে, নাইট, র্শট পিস ক্রিকেট র্টুনামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায়, তালুকদার বাজারে উক্ত খেলা উদ্বোধনী অনুষ্ঠানে আরিফ হোসেন তালুকদার , নাজমুল হাওলাদার, বায়েজিদ, সোহেল তালুকদার, মামুন তালুকদার উপস্থিত থেকে খেলার উদ্বোধন করা হয়।