
নওগাঁর আত্রাইয়ে ইফাঃ সহজ কোরআন শিক্ষার বার্সিক পরিক্ষা অনুষ্ঠিত।
নওগাঁর আত্রাইয়ে আজ বৃহস্পতিবার আজ ৭ ডিসেম্বর ২০২৩ ইসলামিক ফাউণ্ডেশনে উপজেলার ৮ ইউনিয়নে ৬০ টি সহজ কোরআন শিক্ষা ও ২৭ টি প্রাক-প্রাথমিক শিক্ষা, একটি বয়সকো শিক্ষা মোট ৮৮ আশি টি কেন্দ্রের ২০২৩ শিক্ষা বর্ষের গতকাল বুধবার ২৭টি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে বাৎসরিক পরিক্ষা হয়েছে।
আজ বৃহস্পতিবার একযুগে উপজেলার ৮টি ইউনিয়নে ৬১ টি কেন্দ্রের বার্ষিক পরীক্ষা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পরিক্ষা পরিদর্শন করেন ফিল্ড সুপার ভাইজার মুল্লিকা খাতুন, এমসি মোঃ আবুল হোসেন, জিসি মোঃ আব্দুর রাজ্জাক, জিসি মোঃ রেজাউল ইসলাম,জিসি মোঃ আব্দুল জলিল।
বিশা ইউনিয়ন ইসলাম গাঁথী খাশপাড়া জামেমসজিদে শিক্ষক মোঃ আব্দুল হাই আল হাদির বার্ষিক পরিক্ষা চলাকালীন পরিক্ষার দৃশ্য।