
কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় মারা গেছেন মিরসরাইয়ের বাসিন্দা রেমিট্যান্স যোদ্ধা মো: আলা উদ্দিন (৫৮)।
বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে কুয়েত সাবাহ হাসপাতালে তিনি মারা যান। আলা উদ্দিন মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের উত্তর ধুম বন্দেআলী ভূঁইয়া বাড়ির মরহুম আবুল কাশেমের ছেলে।
আলা উদ্দিনের ভাই সালাহ উদ্দিন বলেন, আমার ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ পূর্বে হাসপাতালে ভর্তি হন। উনার হার্টে ব্লক ধরা পড়ায় আজ অপারেশনের সীদ্ধান্ত ছিল। বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আরো বলেন, আলা উদ্দিন ১৯৮৬ সাল থেকে কুয়েতে রয়েছেন। তার ৪ ছেলে রয়েছে।
কুয়েত প্রবাসী ও আলা উদ্দিনের চাচাত ভাই মো: আবুল খায়ের সেলিম বলেন, আমার জেঠাত ভাই প্রায় ৩৭ বছর ধরে কুয়েতে রয়েছেন। তিনি এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন। বিকেলে সাবাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনি সকল প্রক্রিয়া শেষ করে আগামী কয়েকদিনের মধ্যে লাশ দেশে পাঠানো হবে।
ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা কুয়েত প্রবাসী আলা উদ্দিন মারা যাওয়ার খবর শুনেছি। লাশ দেশে আনতে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হবে।