
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১টি প্রাইভেটকার থেকে ৯৪:কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উজানভাটি হোটেলের সামনে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্থ একটি প্রাইভেটকার থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় কোন মাদক কারবারিকে আটক করা সম্ভব না হলেও ৩ জনকে আসামী করে মামলা হয়েছে।
পুলিশ জানায়, মাদক কারবারিরা প্রাইভেটকারভর্তি গাঁজা নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় সিলেটগামী একটি অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে ধাক্কায় তাদের প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়।
এসময় মাদক কারবারিরা প্রাইভেটকার রেখে কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ক্ষতিগ্রস্থ গাড়িতে তল্লাশী চালিয়ে ৯৪ কেজি গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্ধ করে। পরে স্থানীয় লোকজনসহ বিভিন্ন সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে মাদক কারবারিদের শনাক্ত করতে সক্ষম হয়। এ ঘটনায় ৩ মাদক কারবারির নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্তরা
হলেন,
ব্রাহ্মহ্মণবাড়িয় জেলার বিজয়নগর উপজেলার রাজিব(৩০) ও সরাইল উপজেলার জাহাঙ্গীর(২২) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার স্বপন(৪০)।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ জানান, মামলায় অভিযুক্ত মাদক কারবারিদের গ্রেফতারের চেষ্টা চলছে।