
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে বেসরকারি এমপি ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনে কর্মচারীদের অন্তর্ভুক্ত না করায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কালো ব্যাচ ধারণ ও ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সহ-সভাপতি এবং নড়াইল জেলার সভাপতি নার্গিস নাহার জানান, উৎসব ভাতা বৃদ্ধির নতুন প্রজ্ঞাপনে কর্মচারীদের অন্তর্ভুক্তির দাবিতে নড়াইল সহ সারা দেশের এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কালো ব্যাচ ধারন ও দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছি। তিনি বলেন, আশা করছি সরকার আমাদের দাবি মেনে নিয়ে কর্মচারীদের জন্য ১০০% উৎসব ভাতা ঘোষণা করবেন।