ঢাকা, শুক্রবার, ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খিলগাঁও থেকে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
টিকটকে পরিচয়,আবাসিক হোটেলে নিয়ে খুন,অতঃপর
জলাবদ্ধতা নিরশনে ডিএনসিসির জরুরি কন্ট্রোলরুম স্থাপন
মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী
নবীগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী দিনে জনসচেতনতামূলক সভা
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩ হাজার পদে নিয়োগ
ঈদ উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা ও নিরাপত্তায় ৭৪ জন আনসার মোতায়েন
সুন্দরগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতীশিলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ
রূপসায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাণীনগরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ভস্মিভূত
রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুরু
তানোরে দিনব্যাপী সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে ঢাবি সাংবাদিক সমিতির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২ আদালতে পেরণ

আল আমীন,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নালিতাবাড়ী উপজেলার দাওধারা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. হাসেম আলী (৩৫)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এসব বিষয় নিশ্চিত করে বলেন, সরকারের বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত ২৬ মে নালিতাবাড়ীর দাওধারায় উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত পিকনিক স্পট পরিদর্শনে আসেন। এ সময় আওয়ামী লীগ আমলে বনে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ ও অবৈধ দখল, পাথর এবং বালু উত্তোলন নিয়ে প্রশ্ন করায় স্থায়ীয় আওয়ামী দোসররা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়। এ ছাড়াও দাওধারা পর্যটনকেন্দ্র স্থাপনের পক্ষ-বিপক্ষে লোকজন বাকবিতণ্ডায় লিপ্ত হয়। যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় কতিপয় সন্ত্রাসী ব্যক্তিরা। এতে এখন টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, বাংলা টিভির নাঈমসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন।

ওসি সোহেল রানা আরও বলেন, এ সময় সাংবাদিক সৌরভকে উপদেষ্টার গাড়িবহরের একটি গাড়িতে তুলে নিলে ওই গাড়ির ওপরও চড়াও হয় তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ২৭ মে রাতে সাংবাদিক জাহিদুল হক খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান তাঁর ভাই নূরে আলম সিদ্দিকী শাহিনসহ ১৪ জনের নামে ও আরও ৩০ জনকে অজ্ঞাতনামাসহ মোট ৪৪ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় দ্রুত বিচার আইনে একটা মামলা করে। এর পরই পুলিশের একাধিক টিম সারা রাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ ভোরে অভিযানের সময় এজাহার নামীয় আসামি ইসমাইল হোসেন ও হাসেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ