ঢাকা, শুক্রবার, ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
খিলগাঁও থেকে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
টিকটকে পরিচয়,আবাসিক হোটেলে নিয়ে খুন,অতঃপর
জলাবদ্ধতা নিরশনে ডিএনসিসির জরুরি কন্ট্রোলরুম স্থাপন
মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী
নবীগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী দিনে জনসচেতনতামূলক সভা
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩ হাজার পদে নিয়োগ
ঈদ উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা ও নিরাপত্তায় ৭৪ জন আনসার মোতায়েন
সুন্দরগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতীশিলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ
রূপসায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাণীনগরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ভস্মিভূত
রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুরু
তানোরে দিনব্যাপী সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে ঢাবি সাংবাদিক সমিতির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

নবীনগরে দুই দিনের গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মশালা

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;
গ্রাম পর্যায়ে ন্যায়বিচার সহজীকরণ ও স্থানীয় সরকার প্রতিনিধি ও কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে ২ দিনব্যাপী “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

২১ হইতে ২৯ মে ২০২৫ নবীনগর মহিলা কলেজের অডিটোরিয়ামে কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে নবীনগর উপজেলা প্রশাসন। ইউরোপীয় ইউনিয়ন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও ইউএনডিপি যৌথ অর্থায়ানে ইপসা বাস্তবায়নে বাংলাদেশে আদালত সক্রিয় করন তৃতীয় পর্যায় প্রকল্পের।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী তিনি বলেন:“গ্রাম আদালতের কার্যক্রম শক্তিশালী হলে প্রান্তিক জনগণের সাশ্রয়ী ও সময়োপযোগী বিচার নিশ্চিত করা সম্ভব হবে। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের এ প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে।”উপজেলা রিসোর্স টিমের উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ নবীনগর থানা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ আরো উপস্থিত ছিলেন ওবাইদুল হক সৌরভ উপজেলা সমন্বয়কারী ইপসা-বাংলাদেশে আদালত সক্রিয় করন (তৃতীয় পর্যায়ে) প্রকল্পে ও মোঃ ইলিয়াস মিয়া উপজেলা সমন্বয়কারী ইপসা-বাংলাদেশে আদালত সক্রিয় করন (তৃতীয় পর্যায়) প্রকল্প|

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দগণ। প্রশিক্ষকরা ছিলেন স্থানীয় সরকার ও গ্রাম আদালত বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিবর্গ। তারা গ্রাম আদালতের গঠন, আইনগত কাঠামো, মামলা গ্রহণ ও নিষ্পত্তি, আপোষ-মীমাংসা এবং নৈতিক আচরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, তারা প্রশিক্ষণ থেকে বাস্তব জ্ঞান ও নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেছেন, যা মাঠপর্যায়ে কাজে লাগবে। তারা নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ