
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে পুলিশ ।
মঙ্গলবার (২৭ মে) রাত দশটার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অভিযানিক দল গোপন সংবাদে খবর পেয়ে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১৫০০ পিচ ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেন । গ্রেফতারকৃত আসামি মোঃ নাজিম উদ্দিন ওরপে জামিল (২৭) শাহজাহানপুর ইউপির নোয়াগাঁও গ্রামের মৃত আলা উদ্দিন এর ছেলে।ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।