
কাপ্তাই সেনা জোন ( ৫৬ ই বেংগল) এর অধিনস্ত রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে অবৈধ পথে পাচার কালে সেগুনের কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। ২৭ মে মঙ্গলবার রাতে রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাসুদুল আলম এর নেতৃত্বে একটি সেনা টহল দল রাজস্থলী উপজেলার ক্রংসাগুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচার কালে সেগুন কাঠ ভর্তি নাম্বার বিহীন একটি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। জব্দকৃত কাঠের আনুমানিক মুল্য ২ লক্ষ ২০ হাজার টাকা বলে জানাগেছে। পরবর্তীতে আটককৃত কাঠ ও মিনি ট্রাক টি রাজস্থলী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়। বন বিভাগের স্টেশন কর্মকর্তা সুত্রে জানা যায়, কাঠ পাচারকারী একটি মহল বন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর চৌখ কে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কাঠ পাচার করে যাচ্ছে।