
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি বাজারের পল্লিবিদুৎ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী গণসংযোগ ও পথসভা। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে ২৭ মে মঙ্গলবার বিকেলে আছর নামাজের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভা ও গণসংযোগের শুরুতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নেতৃবৃন্দ। এ সময় তাঁরা একটি ন্যায়ভিত্তিক, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী সোনার বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।গণসংযোগ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের ইসলামীর আমীর আবুল বাশার।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।তিনি বলেন,“আমরা একটি ন্যায়ভিত্তিক ও ইসলামি আদর্শনির্ভর কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যেই আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। জনগণের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা, সমান অধিকার ও ন্যায়ের নিশ্চয়তা পাবে। ধনী-গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, নারী ও পুরুষ সকলেই সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করবে এবং কেউ অভাবে থাকবে না।এছাড়াও সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও উপজেলা জামায়াতে অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার।
তারা বলেন, জামায়াতে ইসলামী ন্যায়ের পথ অনুসরণ করে দেশের জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা আসন্ন নির্বাচনে জনসমর্থনের প্রত্যাশা করছেন এবং একটি সুশাসনভিত্তিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটারদের এখন থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান।