
স্টাফ রিপোর্টার: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।মঙ্গলবার (২৭ মে)বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন শওকত মেহেদী সেতু সহকারী কমিশনার ভুমি শার্শা,ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ,বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আজিজ আহম্মেদ,বেনাপোল এপিবিএন পুলিশের ইনচার্জ সন্তু বিশ্বাস,ফেরত আসারা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা,কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা।তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের পুলিশের হাতে তারা আটক হয় ।এদের মধ্যে নারী রয়েছে ১৬ জন এবং শিশুসহ পুরুষ রয়েছে ২০ জন।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।