
আগামী বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়ক পরিহারের অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
এদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এ সড়ক পরিহার করে বিকল্প সড়কে যাাতায়াতের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, আগামী ২৯ মে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার/সৈনিক পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হবে।
এ জন্য এদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় গমনাগমনের জন্য অনুরোধ করা হলো।
ডিআই/এসকে