
রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ও
সন্ত্রাসীদের গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে ) বিকেলে আদাবর থানার মঙ্গলবার বিকেলে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক্সেল বাবুর ছত্রছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গেং ও সন্ত্রাসী গ্যাং পরিচালিত হয়ে আসছিল।
মোহাম্মদপুর সেনাবাহিনী তাকে গত কয়েক মাসে চার থেকে পাঁচ বার গ্রেফতারের জন্য অভিযান চালায়, কিন্তু সেনাদল পৌঁছার আগেই তিনি বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হন। আজ তথ্যপ্রযুক্তির সহায়তায় এই এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে মোহাম্মদপুর সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওই সেনা কর্মকর্তা আরও জানান, গ্রেফতার এক্সেল বাবুর বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির আরো ১২ থেকে ১৩ টি মামলা ঢাকার বিভিন্ন থানায় রয়েছে।
তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কব্জি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার এর গডফাদার হিসেবে পরিচিত।
তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে মোহাম্মদপুর সেনাবাহিনী জানায়।
ডিআই/এসকে