সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত রামু উপজেলা ভূমি অফিসের অধীনস্থ গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী ভুমি মেলা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে তিন দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ ইংরেজি সমাপনী দিনে সভাপতির বক্তব্যে ইউনিয়ন ভূমি অফিসার মোঃ আবুল কাশেম বলেন- ভূমি অফিসে শতভাগ অনলাইনভিত্তিক ডিজিটাল ভূমিসেবা চালু রয়েছে। ঘরে বসে মানুষ ভূমির কর আদায় করতে পরবে এটা কিন্তু জনগণ সেভাবে জানে না, তাই জনগণকে ভূমি মেলার আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধ করা এ সরকারের লক্ষ।
এ সময় তিনি মেলায় বেশ কিছু মানুষের কাছ থেকে ভূমি কর আদায়ের কথা তুলে ধরে বলেন, ভূমি উন্নয়ন কর আগে পহেলা বৈশাখ থেকে ৩১ চৈত্র ধরা হতো। এখন আইন করা হয়েছে অর্থনৈতিক বছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। নতুন সরকার, মেলার মাধ্যমে রাজস্ব বাড়ানোর চেষ্টার পাশাপাশি জনগণকে ভূমি উন্নয়ন করের বিষয়ে সচেতনতা তৈরি করতে এ মেলার আয়োজন।
এতে অন্যনদের মাঝে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছছি টিভি-২৪ এর প্রধান সম্পাদক নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, জহির উদ্দিন খন্দকার,হাফিজুল ইসলাম চৌধুরী ও ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ বাবুল।
উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এস এম সামিউল আলম, অফিস সহায়ক কানন পাল ও সেলিম উদ্দিনসহ গণ্যমান বক্তি ও সেবা নিতে আসা জনসাধারণ উপস্থিত ছিলেন।